মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
সারা দেশের ন্যায় ভোলা জেলায়ও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। আজ রবিবার (৩০ এপ্রিল ) ভোলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকির বিপিএমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা পুলিশ সুপার পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তদারকি করেন। উল্লেখ্য যে, এ বছর ভোলা জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২৩,০৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
Leave a Reply