1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
গোসাইলডাঙ্গা তরুণ সংঘ'র ৫০তম সুবর্ণজয়ন্তী-কনসার্ট
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ কর্মী নিয়োগ চলছে
দৈনিক আগামীর দর্পণে,দেশের প্রতিটি জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে পুরুষ মহিলা সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান, agamirdarpon@gmail.com, ০১৯১৭-৬৬৫৪৫০
শিরোনাম :
দক্ষতা উন্নয়ন কোর্স” ১৫ তম ব্যাচ – এর কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান; ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ইজিবাইক চালকের। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভাতিজার হাতে চাচা খুন। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ১৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার, চাটখিলে ইসতেসকার নামাজ আদায় ঠাকুরগাঁও পীরগঞ্জ ৪০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মোট ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার, কোটচাঁদপুরে পেয়ারা গাছ সহ জমি বন্ধক রেখে গ্রহীতা এখন প্রতারণার শিকার. বিদ্যুতের লোডশেডিং নিয়ে সুখবর দিলেন মাননীয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

গোসাইলডাঙ্গা তরুণ সংঘ’র ৫০তম সুবর্ণজয়ন্তী-কনসার্ট

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৭২ Time View

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গোসাইলডাঙ্গা তরুণ সংঘের ৫০তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও কনসার্ট অনুষ্ঠান উদযাপন জমকালো বর্ণাঢ্য আয়োজন নানা ধারাবাহিক কার্যক্রমে অনুষ্ঠিত হয়। গোসাইলডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে উক্ত অনুষ্ঠানে কাছে দূরের,নানা প্রান্ত অঞ্চল থেকে আগত আমন্ত্রিত অতিথি শুভানুধ্যায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জন সাধারণ সকলের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর মিলনমেলায় পরিণত করে। আজ ১২মে ২০২৩ইং,২৮ বৈশাখ ১৪৩০বাংলা,শুক্রবার গোসাইলডাঙ্গা তরুণ সংঘ প্রাঙ্গণ,যমুনা ভবনের পশ্চিম পার্শ্বে (বি.এ.ডি.সি. ভবন সংলগ্ন), আগ্রাবাদ,বন্দর,চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। গোসাইলডাঙ্গা তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি-মৃত বাবু সুধীর রঞ্জন শীলের রেখে যাওয়া স্মৃতি”গোসাইলডাঙ্গা তরুণ সংঘ” যা যুগযুগ ধরে তার কর্মগুণে স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবে বলে সংগঠন প্রিয় সবার মাঝে। ৫০বছর পূর্তিতে তারস্মরণে পরকালের রুহের আত্মার মঙ্গল কামনা এবং পরিবারের সুখ,শান্তি,সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সভাাতি-আবিদ হাসান নাহিম,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রঞ্জন খেলু-(বিদেশে) ভারসাপ্ত সাধারণ সম্পাদক (পুজউদযাপন পরিষদ) সতজিৎ ঘোষ মিন্টু,সাংগঠনিক সম্পাদক-জামসেদ পাজিরা। প্রধান অতিথি ছিলেন,দেবশীষ নাথ দেবু-বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবক লীগ সভাপতি।বিশেষ অতিথি ছিলেন- কাউন্সিলর-মো: মোর্শেদ আলী,৩৬নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান সমন্বয়কারী-লিটন শীল। সহ প্রধান সমন্বয়কারী-বাবু বিকাশ দাস,পুজউদযাপন পরিষদের সভাপতি-যীশুসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক-সতজিৎ ঘোষ মিন্টু,জয় ঘোষ। উপদেষ্টা-বরুন চৌধুরা,দুলালশীল,স্বপন ঘোষ। প্রচার সম্পাদক-শুভসুশীল,সুমননন্দী,উৎপল শীল। অংকুর চৌধুরী,সুকান্ত সুশীল,সব্যসাচী রায়,প্রান্তিক শীল, জয় ঘোষ। সদস্য-ববুল দাশ-তনয়,লিটন শীল,সুমন চৌধুরী,রাসেল দাশ, রাজেন শর্ম্মা প্রমূখ। নানা আয়োজন অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল ৮টায় সুবর্ণজয়ন্তী র্যালী,সকাল ৯ টায় সুবর্ণজয়ন্তী কনসার্টের উদ্বোধন। অংশগ্রহণে গোসাইলডাঙ্গা সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ।শিল্পীবৃন্দরা হলেন-শফি মণ্ডল,বেলী আফরোজ,জুলিপ্রু মারমা,অসীম চৌধুরী,শুভ দত্ত,মনি সেন ও তীরন্দাজ ব্যান্ড। সন্ধ্যা-৬টায় সংগঠনের প্রাক্তন সদস্যদের সম্মাননা প্রদানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়। ৫০বছর পূর্তি উদযাপন আয়োজন সুন্দর সফল আকর্ষণীয় বর্ণাঢ্য আয়োজনে নানা আনুষ্ঠানিকতা ও প্রদর্শনে আয়োজক কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়।সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘায়ু সুস্থতা শুভকামনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। “গোসাইলডাঙ্গা তরুণ সংঘ”শিক্ষা,শান্তি,প্রগতি,কথা নয় কাজেই হোক পরিচয় এই নীতিতে নানা জনকল্যাণ স্বেচ্ছাসেবক ও ইতিবাচক কার্যক্রমে প্রশংসিত ও আলোচিত হয়েছে স্থানীয় এলাকাসহ আশপাশের মানুষের মাঝে। আলোচিত হয়েছে গণমাধ্যম ও উপকারভোগীদের মনে প্রানে অসহায় সাধারণ মানুষের মুখে মুখে।গোসাইলডাঙ্গা তরুণ সংঘ-স্থাপিত-১৯৭৩ ইং । রেজি: নং-১৪৬০/৮৯ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST