আবু সাইদ চৌধুরী (রাণীনগর নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে কয়েক দিন ধরে মাদক সেবনের টাকা না পেয়ে মাথা খারাপ হয়ে গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে রাণীনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের রনসিঙ্গার গ্রামে এ ঘটনাটি ঘটে। আজিজুল ইসলাম রনসিঙ্গার গ্রামের মৃত আশরাফ আলী ওরফে সেকেন্দারের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখার পরেও সে ভলোপথে ফেরেনি। গত কয়েকদিন ধরে সে মাদক সেবনের টাকা জোগার করতে পারছিলেন না। এ জন্য তার মাথা খারাপ (মানসিক ভারসাম্যহীন) হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে সবার অজান্তে বাড়ির পাশে একটি বাগানে গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালেই আজিজুলের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
Leave a Reply