মোঃনাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি: দুমকিতে শুরু হয়েছে ৫২তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনে উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে উপজেলা পরিষদের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আগামী বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠ ও সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Leave a Reply