শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গোবিন্দগঞ্জ উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোস্তফা শেখ সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৬সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন উপজেলা রোড মতিঝিল সংলগ্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২২৮জন।তার মধ্যে ২০৯ ভোটার ভোট প্রদান করে। সভাপতি পদে মোস্তফা শেখ ছাতা প্রতীকে ৯৮ভোট পেয়ে নির্বাচিত হন,তার নিকটতম মেহেদুল শেখ চেয়ার প্রতীকে ৬৪ ভোট,আব্দুল জোব্বার শেখ মটর সাইকেল প্রতীকে ৩৯ ভোট পেয়েছেন,সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম হরিন প্রতীকে ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম সেবাইদুল ইসলাম আনারস প্রতীকে ৮৪ ভোট পেয়েছেন। মোট ০৯ পদের মধ্যে ০৭টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি রুহুল আমিন, সহ সাধারন সম্পাদক আনিমুল শেখ,সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, অর্থ সম্পাদক মানিক প্রধান,দপ্তর সম্পাদক মোত্তালিব ইসলাম, প্রচার সম্পাদক রুবেল সরকার, কার্যকরী সদস্য পদে আজাদুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার এম এ মতিন মোল্লা, প্রিজাইডিং অফিসার শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজে প্রভাষক শাহ রফিকুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ঢাকায় হা বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক আল মামুন মোবারক দায়িত্ব পালন করেন। ভোট গ্রহনে গোবিন্দগঞ্জ থানা প্রশাসন,আনসার ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
Leave a Reply