মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি: অদ্য ১৪-১২-২০২৩ খ্রি. তারিখ ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ বাবুল হোসেন কিডনি ও লিভারজনিত সমস্যার কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঠাকুরগাঁও জেলা পুলিশের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয় বলেন, এসআই (নিঃ) বাবুল একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। পুলিশ সুপার মহোদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাযা শেষে তার মরদেহ পুলিশ স্কটের মাধ্যমে নিজ বাড়িতে পৌছে দেয়া হয়। সেখানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এসআই (নিঃ) মোঃ বাবুল হোসেন এর মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।
Leave a Reply