
। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় সম্ভাব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা মূলক বিএনপির লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ছাত্র নেতা, নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ খাজা নাজিবুল্লাহ চৌধুরী। গত শনিবার (১১ অক্টোবর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করেন তিনি। এসময় সঙ্গে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, নারী নেত্রী সেলিনাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, “আমরা দেশের মানুষের মুক্তির জন্য তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আমরা হাজারো জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি, তবুও রাজপথ ও জনগণকে ছেড়ে যাইনি। বর্তমানে আমরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি।
Leave a Reply