মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর ধামইরহাট উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ধামইরহাট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে গত ১৩ ই এপ্রিল ২০২৪.সংগঠনের প্রধান উপদেষ্টা মো:আবাবিল সংগঠনের সকল কার্যকরী ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।পরবর্তীতে কমিটির একাধিক বৈঠক এবং বিশিষ্টদের সিদ্ধান্তে ৩৩ বিশিষ্ট একটি কমিটি গঠিত হয় এবং গত ২৯ অক্টোবর (মঙ্গলবার ) গঠিত কমিটি প্রকাশিত হয়। শিক্ষা সংস্কৃতি উন্নয়ন স্লোগানে ২০২১ সালে পথচলা শুরু করে,বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন,ধামইরহাট, নওগাঁ। উল্লেখ্য সংগঠনের সভাপতি মনোনীত হন মোয়াজ্জেম হোসেন সজল (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাধারণ সম্পাদক মোঃ শিবলী নোমান (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রাহাত(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়) দপ্তর সম্পাদক রিতু সাহা (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং কোষাধ্যক্ষ সজীব শিল(, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন । প্রধাণ উপদেষ্টা আবাবিল হোসেন বলেন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলোর মশালবাহক হিসেবে সংগঠন এগিয়ে চলুক। সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল বলেন, আমাদের ধামাইরহাট মফস্বল শহর হওয়ায় আমরা অনেক কিছুতে পিছিয়ে ছিলাম দীর্ঘদিন। বর্তমানে ধামইরহাটের শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক এবং সংগঠনের সকলের সহায়তা থাকবে। সাধারণ সম্পাদক শিবলী নোমান বলেন, আমাদের সংগঠন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তা হলো সমাজের উন্নতি এবং শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা। আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিক্ষার্থীই তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাওয়ার অধিকার রাখে, এবং আমাদের সংগঠন সেই সুযোগটি তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ। সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রাহাত বলেন আশা করি যোগ্যতম নেতৃত্বের মাধ্যমে এই সংঘটন সামনের দিকে আরো এগিয়ে যাবেএবং এই সংগঠনের হাত ধরে আমাদের প্রাণপ্রিয় ধামইরহাট উপজেলা আরো উন্নত হবে ইনশাল্লাহ।এই কমিটির প্রত্যেক সদস্যকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। কোষাধ্যক্ষ সজীব শীল বলেন প্রতিবারের ন্যায় এবারো কমিটিতে যোগ্য শিক্ষার্থী এবং উপদেষ্টাদেরই স্থান হয়েছে। আশা রাখছি বিভিন্ন পদে থাকা সদস্যরা কমিটিকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সজীব করে তুলবে দপ্তর সম্পাদক রিতু সাহা বলেন আমাদের এসোসিয়েশন এর যাত্রা ২০২১ সালে স্বল্প পরিসরে শুরু হলেও বর্তমানে ধামইরহাট এর প্রতিটি কোণায় ছডিয়ে পড়েছে এবং বাংলাদেশের প্রায় ৪০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় ৩০ টিতে আমাদের সদস্য গণ রয়েছে। পরবর্তী প্রজন্মের যেকোনো প্রয়োজনে আমাদের এসোসিয়েশন এর প্রতিটি সদস্য গন সর্বদা এগিয়ে আসবে আশা করি। শুভকামনা সবাইকে।
Leave a Reply