শান্তি আক্তার নওগাঁ সংবাদদাতা: নওগাঁর উপজেলার আদর্শ গ্রামে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আদর্শ গ্রামে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে কোম্পানির কর্মকর্তারা গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন এবং বীমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা শুধুমাত্র সঞ্চয়ের মাধ্যম নয়, এটি পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়। ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে বীমার কোনো বিকল্প নেই। এ সময় গ্রামবাসীরা আগ্রহের সাথে আলোচনা শুনেন এবং অনেকে বীমা কার্যক্রমে যুক্ত হওয়ার আশ্বাস প্রদান করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এমন কার্যক্রমকে প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply