মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভূতগাছা গ্রামে টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রামীণ জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ কর্মবিরতির কারনে বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ এতে সবচেয়ে বিপাকে পড়েন স্থানীয় হ্যাচারি ব্যবসায়ীরা। ব্যবসায়ী আলামিন হোসেন বলেন, ঠিকমতো কারেন্ট না থাকায় আমার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। মেশিন না চলায় মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা শুকুর আলী বলেন, প্রায়ই কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে আমাদের অনেক কষ্ট হয়। সরকারের উচিত স্থায়ীভাবে এই সমস্যা সমাধান করা। এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মো: নুরে আলম (সহকারি প্রকৌশলী ) জানায়, বিদ্যুৎ ত্রুটির কারনে সমস্যা দেখা দিয়েছে। তবে তারা আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে।
Leave a Reply