মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা বেগম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃনাসির উদ্দিন জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার। আলোচনায় বক্তারা বলেন, জীবাণু ও রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই। সবাইকে সচেতন হয়ে নিজে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply