। রিজওয়ান নওগাঁ। গত কাল শনিবারে শেষ বিকেলে যে আকাশের রুদ্রানী রূপের ভয়াবহ তান্ডপে নওগাঁর পত্নীতলায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ বিকেলে কালবৈশাখীর ন্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। বিকেল চারটার দিকে আকাশ ভয়াল কালো মেঘে অন্ধকারে ঢেকে যায় এবং অল্প ক্ষনের মধ্যেই শুরু হয় ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকায় নেমে আসে বিপর্যয়ের কালো থাবা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি পাহাড় কাটার (দয়ালের মোড়ের একটা ঘরের গাছ ভীষণ ক্ষতি গ্রস্ত হয়) ও কাশিপুরসহ বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও দোকানের চাল উড়ে গেছে, বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় । অনেক ফসলের ক্ষতি হয়েছে এবং বৃষ্টির পানিতে বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। নজিপুর পৌরসভাসহ উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় বহু গ্রাম অন্ধকারে নিমজ্জিত। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই তারা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। পত্নীতলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাশেদুর রহমান বলেন, “বিকেলের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। প্রধান সড়কগুলো সচল করতে আমাদের ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।” উল্লেখযোগ্য ভাবে ব্যাপক ক্ষতি গ্রস্ত হয়েছে কলাবাগান গুলোর প্রায় ৮০ শতাংশ কলাগাছ ধ্বংস হয়ে গেছে। এতে কলাচাষী ভাইয়েরা দিশেহারা হয়ে পড়েছেন। মোদ্দা কথা, গতকাল ঝড় ছিল একটি ধ্বংসাত্মক ঝড় ।
Leave a Reply