রিজওয়ান নওগাঁ সংবাদদাতা:
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান ও প্রতিপাদ্য সহকারে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।
পরিবেশের ভারসাম সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে এই মেলা উৎসবমুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
গত সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওজোয়ান মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল মহোদয় ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এর আগে এটিম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে এসে এই শোভাযাত্রার সমাপ্তি ঘটে ।
এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ । বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন ।
এবারের মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সারির ৪০টিরও বেশি স্টল বসেছে, যেখানে ফলজ, বনজ, ঔষধি, ভেষজ ও ফুলের চারা পাওয়া যাচ্ছে। কৃষক, পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।
আগামী সাতদিন মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এই বৃক্ষ মেলায় আগত অতিথি ও দর্শনার্থীদের মাঝে বৃক্ষ রোপনের প্রবনতা ব্যাপকভাবে পরিলক্ষিত করা গেছে।
Leave a Reply