। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন সমবায় দলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে অদ্যই ১৪ অক্টোবর ২০২৫, রোজ মঙ্গলবার বিকেল ৫টায়, আমবাটি মোড় নামক জিয়াবাজারে। সমবায় দলের কার্যালয় উদ্বোধন করেন আনোয়ার হোসেন, সাবেক মেয়র, নজিপুর পৌরসভা; সাবেক আহবায়ক, পত্নীতলা উপজেলা বিএনপি এবং এক নম্বর সদস্য, নজিপুর পৌর বিএনপি। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আবু তাহের চৌধুরী (মুন্টু), সভাপতি, আরাফাত হোসেন স্মৃতি পরিষদ, নওগাঁ জেলা শাখা। প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ আসাদুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, পাটিচরা ইউনিয়ন বিএনপি। সভাপতিত্ব করেন জনাব মোঃ দেলওয়ার হোসেন (মিলন), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, পাটিচরা ইউনিয়ন। বিশেষ অতিথি ছিলেন মোসাঃ মোসুমী সুলতানা, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল, পত্নীতলা উপজেলা, নওগাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন স.ম. রকিবুল ইসলাম, জনাব মিলন কাজী, জনাব আবু হোরাইরা (বিল্লা) এবং সনি ইসলাম বাপ্পি। সংবাদ উপস্থাপনা ও কার্যক্রম পরিচালনা করেন জনাব মতিউর রহমান সহ শতাধিক অতিথি ও শুভান্যুধায়ী বৃন্দ।
Leave a Reply