। রিজওয়ান নওগাঁ। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই মূলমন্ত্রে ভরা প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে নওগাঁ জেলার পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন। তৎসঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহারাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাশেদুর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply