ডেক্স রিপোর্ট ঃ
ঝিনাইদহের মহেশপুরে নির্দেশনা অমান্য করে অপারেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা চিকিৎসক আনিচুর রহমান ও সোহেল রানাকে দিয়ে অপারেশন করাচ্ছেন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকরা। এতে করে জেলা সিভিল সার্জনের নির্দেশ অমান্য করছেন তারা।গত ৫ মার্চ মহেশপুর উপজেলা স্বাস্ব্য ও প.প. কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার সব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে চিকিৎসক আনিচুর রহমান ও সোহেল রানাকে দিয়ে অপারেশন না করানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু কেউই তা মানছেন না।সরজমিনে দেখা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ভৈরবার শিহার ক্লিনিককে সিজারিয়ান অপারেশন করিয়েছেন ডা. আনিসুর রহমান। এছাড়াও একইভাবে নেপা জিন্নাহনগর বাজারের একতা প্রাইভেট হাসপাতালসহ উপজেলার সব প্রাইভেট ক্লিনিক ও মহেশপুর পৌর শহরের সকল ক্লিনিকে নির্দেশ অমান্য করে সিজারের অপারেশন করাচ্ছেন ওই দুই ডাক্তার।অপারেশন শেষে সাংবাদিকের প্রশ্নে জবাবে ডা. আনিসুর রহমান বলেন, আমাদের বৈধ লাইসেন্স রয়েছে। স্বাস্ব্য কমপ্লেক্সের এমন নির্দেশনা মানি না। যদি পারেন তাহলে লাইসেন্স বাতিল করে দেখান।মহেশপুর উপজেলা স্বাস্ব্য কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েদ বলেন, ওই দুই ডাক্তারকে অপারেশন বন্ধের চিঠি দেয়া হয়েছিলো। কিন্তু তারা তা গ্রহণ করেননি।জেলা সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ আমার সংবাদকে বলেন, ওই দুই ডাক্তারের অপারেশনে সব থেকে বেশি মা ও শিশু মারা যাওয়ায় তাদের সব অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply