মোঃনাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত সাইদুর রহমান জুয়েল তাঁর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) পবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুয়েল বলেন, সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কিছু অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে যে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও আমার ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত আছি। কখনো কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম বা প্রশাসনিক ত্রুটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সাইদুর রহমান জুয়েল বলেন, “আমি বিশ্বাস করি সত্যের জয় হবেই। যারা মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আমার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” তিনি গণমাধ্যমের সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কাছে অনুরোধ— কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করুন। আমি সর্বদা প্রশাসনের স্বচ্ছতা ও সততার পক্ষে আছি।” সংবাদ সম্মেলনের শেষে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান— বিষয়টি যথাযথভাবে তদন্ত করে সত্য উদঘাটনের ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply