মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি: সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের এক পরিবারের তিনজন সদস্য। নিহতরা হলেন বোর্ড স্কুল এলাকার বাসিন্দা রহমান মল্লিকের ছেলে ইমরান মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম (২৬) এবং তাঁদের দুই সন্তান রেদোয়ান (৩) ও খাদিজা (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান মল্লিক ও তাঁর স্ত্রী সাভারের আশুলিয়া ফ্যান্টাসিকিংডম এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত ২৮ আগস্ট সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ আগস্ট রোকেয়া ও শিশু রেদোয়ান মারা যান। সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু খাদিজা। একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে জলিশা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা জাহিদ খান বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটির প্রচুর অর্থ ব্যয় হয়েছে। সরকারের উচিত এই বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানো।” আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ বাদল হোসেন জানান, “ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে। পাশাপাশি এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন।”
Leave a Reply