এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম ফাহিম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার সময় ঢাকা মূখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ফাহিমকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থল থেকে অনেক দুরে গিয়ে ছিটকে পড়ে।এ সময় গুরুত্বর আহত অবস্থায় স্কুলের ছাত্র-শিক্ষকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগরস্থ বৈদ্যপুকুর গ্রামের গণি মেম্বার বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে।সে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্কুল গেইটের সামনে স্কুল শিক্ষার্থী ফাহিম বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাড়িটি আটক করা হয়েছে।এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply