সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদল যৌন কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত! ভিকটিম ছদ্মনাম সালমা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২টি দপ্তরে ন্যায় বিচার চেয়ে আবেদন করেছেন। সেই আবেদন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপির তত্ত্বাবধায়ণে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনুসন্ধানে মাঠে নামছে। আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিভাগীয় মামলা রুজু করতে আইজিপিকে নির্দেশ দেন। তবে সাবেক ওসি নুরুল ইসলাম বাদল তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন। তিনি বলেন, ষড়যন্ত্রমুলকভাবে ফাঁসাতে কথিত ভাড়াটিয়া তরুণীর মাধ্যমে ব্লাকমেইল করা হয়েছে।
এবিষয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান এর তত্ত্বাবধায়ণে এএসপি মোঃ শফিকুল ইসলাম তদন্ত পূর্বক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সদরদপ্তরের সুত্র জানায়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রমানাদি সহ কাগজপত্র দাখিলের পর স্বাক্ষ্য-প্রমানের ভিত্তিতে প্রমানিত হওয়ায় সাবেক ওসি মোঃ নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী। এই নির্দেশনার আলোকে সাবেক ওসি মোঃ নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ-অডিও ফাঁস হওয়ার ঘটনায় পুলিশ বিভাগের পক্ষে দুঃখ প্রকাশ করে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply