সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে ক্ষেত থেকে কলা চুরির ঘটনা ঘটেছে। ক্ষেত মালিক বৃদ্ধ উম্মাদ আলী (৭০) প্রতিবাদ করায় তার দাঁত ভেঙে দিয়েছে কলা চোর সেলিম। হামলার শিকার বৃদ্ধ উম্মাদ আলী বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সে হড়রা গ্রামের মৃত আজিমদ্দিন শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে। চিকিৎসাধীন বৃদ্ধ উম্মাদ আলী জানান, হড়রা গ্রামে বাড়ীর পাশে তিনি কলা চাষ করেছিলেন। শুক্রবার রাতের আধারে তার ক্ষেত থেকে কলা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ভোরে তিনি প্রতিবেশী মৃত শহর আলীর ছেলে সেলিম (৫০) এর কাছে তথ্য নিতে যায়৷ এসময় সেলিম উত্তেজিত হয়ে বৃদ্ধ উম্মাদ আলীর মুখে কিল ঘুষি মারলে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেন। হামলাকারী সেলিম কলা চুরির সাথে জড়িত বলে বৃদ্ধ উম্মাদ আলী দাবী করেন। বৃদ্ধের উপর হামলা ও কলা চুরির ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply