স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২ বিজয়ী ডিজিটাল সেন্টারের ঝিনাইদহ জেলা হতে সেরা উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মামুনুজ্জামান খান সোহাগ ও মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোছাঃ শম্পা সুলতানা। গত ১৬ জুলাই ২০২৩ এটুআই প্রোগ্রামের হেড অব ডিএফএস এন্ড ডিজিটাল সেন্টারের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস স্পেশালিষ্ট মো. তহুরুল হাসান স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় প্রতি জেলা হতে দু’জন ছাড়াও ঢাকা সিটি করপোরেশন হতে ৪ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন হতে দু’জন কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী। ‘সেবা এখন হাতের মুঠোয়’ সম্পর্কে নাগরিকদের ব্যাপকভাবে ধারণা প্রদান ও দেশব্যাপী ডিজিটাল সেন্টারের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশঃ স্মার্ট সেবা-২০২২’ শিরোনামে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের আয়োজনে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাধ্যমে ১ (এক) মাস ব্যাপী ই-সেবা ক্যাম্পেইন সারাদেশে সফলভাবে আয়োজন সম্পন্ন হয়েছে। উল্লিখিত ক্যাম্পেইনে বিজয়ী উদ্যোক্তা নির্বাচনে একসেবা রিপোর্ট বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া পর্যালোচনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের রিপোর্ট পর্যালোচনা পরবর্তী ক্যাম্পেইনের সেরা পারফরম্যান্স অর্জনকারী (জেলা প্রতি-২ জন) উদ্যোক্তাকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত করা হয়েছে। গত ১৭ জুলাই ২০২৩, মাল্টি পারপাস হল, এটুআই কার্যালয়ে একটি ইন হাউস অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের নাম ঘোষণা করা হয়। তারা দুজন এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সম্মানিত কর্মকর্তাদ্বয়, জেলা প্রশাসক, ঝিনাইদহ, উপজেলা প্রশাসন কালিগঞ্জ ও মহেশপুর, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সচিব, সম্মানিত ওয়ার্ড সদস্য সদস্যাবৃন্দ, গ্রাম-পুলিশ, ডিজিটাল সেন্টারের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ীসহ সবার নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন । ১২ নং আজমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বলেন, আমাদের ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোছাঃ শম্পা সুলতানা খুব সৎ এবং ডিজিটাল কর্মঠ। ডিজিটাল সেবা পেতে আমাদের আজমপুর ইউনিয়নের সাধারণ জনগন ডিজিটাল সেন্টারে নিয়মিত আসেন। তিনি সেরা উদ্যোক্তা (ঝিনাইদহ জেলা ক্যাটাগরি) নির্বাচিত হওয়ায় মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়নের গৌরব বয়ে এনেছে। সকল সেবার পাশাপাশি ইউনিয়নের সকল জনগন ডিজিটাল সেবা প্রদানে আমরা দায়বদ্ধতা স্বীকার করি।
SMART টরার্মটির পরিসর অনেক ভাস্ট।আপনাদের দুজনকেই হার্দিক শ্রদ্ধা।।