মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা : ভোলার বোরহানউদ্দিনে চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। বোরহানউদ্দিনের থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার চৌকস তত্ত্ববধায়নে ১৯ জুলাই বুধবার বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) রেজাউল করিম রাজিব,এসআই মহিউদ্দিন জুয়েল,সুজন ফকির,মোঃ সাহাবুল সহ একটি টিম অভিযান পরিচালনা করে ভোলার-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নেছারউদ্দিনের নিজ বাসা থেকে মোঃ মাহাবুবু(২৫),মোঃ রমজান(১৯),মোঃ মহিউদ্দিন(১৯),শাকিল(২০),বুশরা(২১) জনকে আটক করে তবে চোর চক্রের প্রধান মীর নেছারউদ্দিন পলাতক রয়েছে বলে জানা যায়। এসময় ওই স্থান থেকে ৮ টি গরু,মোটরসাইকেল ও পানির পাম্প,অটো বাইক ব্যাটারি জব্দ করা হয়। এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান মাতাব্বর (৬০) নামে এক ব্যক্তি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান,১৯ জুলাই বুধবার অভিযান পরিচালনা করে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে এবং ২০ জুলাই বৃহস্পতিবার ভোলা কোর্টে মামলার মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply