ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে ব্যবসায়ী বনাব কৃষকদের এক প্রীতি ফুটবল খেলার সময় উভয় পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হলেন মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন এলাকার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু হানিফ (৩৫)।এছাড়া আহত হয়েছে একই গ্রামের শফিকুল ইসলাম (৬০)তার পুত্র মতিয়ার রহমান সহ মুকুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২৮)। জানাগেছে, শুক্রবার বিকাল ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হন। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি মেম্বর আব্দুল মালেক গনমাধ্যমকর্মীদের জানান, বিকালে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মাঝে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়ে। লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার রড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আবু হানিফসহ ৫জনকে আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হানিফ মারা যায়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, নিহত হানিফের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যার পর পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে নিয়ে গেছে। মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন খবর নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply