মাহবুব হোসেন লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নে বন্যার পানিতে তলিয়ে যাওয়া বন্যাকবলিত চরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার্ত পরারিবার গুলো , শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছে ঠিক সেই সময়ে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে রংধনু সোশ্যাল ডেভেলোপমেন্ট ফাউন্ডেশন (RSDF)। সোমবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে রংধনু সোশ্যাল ডেভেলোপমেন্ট ফাউন্ডেশন (RSDF) এর উদ্যোগে বন্যার্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের বসুনিয়াটারী ও ছড়ার পাড় গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ২কেজি চাউল , ৫০০ গ্রাম লবন ও ২ কেজি আলুসহ তৈল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রংধনু সোশ্যাল ডেভেলোপমেন্ট ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সাইদুল হক সহ অন্যান্য সদস্যগণ। অর্থায়নে আল-মুবিন একাডেমি ইউকে, কলাবোরেশনে রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ফাউন্ডেশনটি বন্যার্তদের পাশে দাড়ানো, বৃক্ষরোপন কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ সহ নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply