মোঃ ই ম ন মি জি শ্যামকুড়, মহেশপুর ঝিনাইদহ চারদিকে বসে হরো হামাসাবেলা মনের ভিতর বইছে নদী বাহিরে গিয়ে খোঁজাখুঁজি করি হাজারো প্রকৃতির আলোয় আলোকিত হতে চাই তোমাকে সকাল সাজে সন্ধ্যা ঘোর খুঁজে বেড়াই একাধারে চারদিক চাই তোমাকে দেখতে না পাই তুমি ফুল ফুলের পাপড়ি কোথাও নাই। প্রকৃতির হাওয়া বাতাস বইছে এ কুল ও কুল অর্ধেক জীবন রঙে রঙিন হয় না সব ভুল। ভালোবাসার চাদরে জড়ানো নিজের ছায়া গর্বে ভরে যায় বুক, আমরা মানুষ, আমরা মানুষ – লীলাখেলার হাটে, পথে রাস্তায় মাঠে খুঁটে খায় শস্য দানা পাখিরা পাটে। নীড় হারা নয় পথিক সামনে তার পথ সঠিক সোনা পাখিরে ডাকে মন মানে না মনের কথা কারে কই এই স্বপ্নের কথা লীলা খেলার রং ধরেছে হাওয়া এসে ভেসে ভেসে রঙ ছড়িয়ে ছিটিয়ে গেছে লীলাখেলার মাঠে নিশি রাতে আঁধার কালো, তোমাকে লাগে আমার ভালো।
Leave a Reply