মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জহিরুল ইসলাম হত্যাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর থামছে না। হত্যাকাণ্ডের প্রায় ৪ মাস পর আবারও দ্বিতীয় দফায় প্রতিপক্ষের প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় বাড়িতে থাকা গৃহবধূ ও যুবতীদের ওপর অমানসিক নির্যাতন করে দাঙ্গাবাজরা। গত বুধবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত এ তাণ্ডব চলে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দাঙ্গাবাজরা গ্রামে প্রবেশের মুখে গাছ দিয়ে ব্যারিকেড দিয়ে ভাংচুর ও লুটপাট করায় পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। প্রসঙ্গত, ওই গ্রামের হিরা মেম্বার ও মুজিবুর মেম্বারের পক্ষের লোকজনের মাঝে গত ২৬ এপ্রিল সংঘর্ষ হয়। এতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা করা হলে বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছে। এ সুযোগে পুরুষশূণ্য বাড়ি ঘরে একের পর এক হামলা, ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply