নিজস্ব সংবাদদাতা গাজীপুরঃ
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম এর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (০২ আগস্ট বাদ আসর গাজীপুরের জয়দেবপুরের হাড়িনাল হাই স্কুল রোডে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অফিসে
এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান
প্রধান অতিথি কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান বলেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম একজন ত্যাগী ও পরীক্ষিত সাংবাদিক। তার লেখার মাজে ফুটে ওঠে গ্রামগঞ্জের অসহায় মানুষের কথা এবং সব সময় চেষ্টা করে মানব সেবায় কাজ করতে আমরা তার রোগ মুক্তি কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ও গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মোঃ শাকিদুল ইসলাম তিনি বলেন, আমরা যতটুকু জানি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম একজন সৎ ও সাহসী সাংবাদিক এবং মানব সেবায় কাজ করে যায় তার অসুস্থতার কথা শুনে মনটা সত্যি খারাপ হয়ে গেলো আল্লাহ কাছে এই ফরিয়াদ হে আল্লাহ তুমি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তারেক রহমান জাহাঙ্গীর বলেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আমাদের বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক আমি অনেকের কাছ থেকে শুনে নিজেকে ধন্য মনে করছি কারন নিজ এলাকার সাধারণ মানুষের আস্থাভাজন হওয়া এতো সহজ নয় আর সেই কঠিন কাজটাকে সহজ করে এলাকায় আস্থাভাজন হয়েছে সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। তাঁর মতো সাংবাদিক আমাদের গর্ব আমাদের আস্থা ও ভরসার প্রতীক। আমি এও আশা করি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং আগু রোগমুক্তি কামনা করে বলেন আমরা সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ভাইয়ের সম্পর্কে মোটামুটি সবি জানি তিনি একজন সৎ ও সংগঠনের জন্য নিবেদিত প্রাণ সংগঠন কে মনে প্রাণে অনেক ভালবাসতেন আমরা সকলে সুস্থতা কামনা করি আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলামের আশু রোগমুক্তির জন্য মোনাজাত করেন হাফেজ মাও মোঃ আঃ জব্বার। মোনাজাতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম সহ অন্য অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply