মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আঃলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ই আগষ্ট) শনিবার সকালে উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আঃলীগের সহ সভাপতি ও ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহ সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর,উপজেলা আঃলীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কায়দার রহমান, কুশনা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, যুবলীগ নেতা শেখ হেকিম প্রমুখ। বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে বিষদ আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও শেখ কামাল এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আঃলীগের সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু,সহ সভাপতি লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার গাজী তানজিমা, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিমন সহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply