মাহবুব হোসেন লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোববার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম, ফুলবাড়ী প্রেস ক্লাব, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু উপজেলায় মাদক ও বাল্যবিবাহ রোধে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা প্রেসক্লাবে সভাপতি মাহবুব হোসেন লিটু বলেন রাস্তায় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলাচল না করার কথা আলোকপাত করেন ও বালু উওলনের সহ আইন শৃঙ্খলার এবং ফুলবাড়ীর উন্নয়নের কথা বলেন। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগী হত দরিদ্র মানুষ যাতে হয়রানি মুক্ত সেবা পেতে পারে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। দৈনিক সমকাল ও করতোয়া পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন উপজেলা মডেল মসজিদ এর কথা উল্লেখ করে বলেন, উদ্বোধনের ৪ মাস পেরিয়ে গেলেও নিয়োগ জটিলতায় উপজেলাবাসী মডেল মসজিদের সুফল পাচ্ছে না। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া বলেন, মাদক রোধে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক কালে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হচ্ছে না বললেই চলে। তিনি প্রতিটি মাঠে খেলাধুলার আয়োজন ও স্কুল কলেজ গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ মাদক, বাল্যবিবাহ রোধসহ আলোকিত ফুলবাড়ী গড়তে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply