. বিশেষ প্রতিনিধি কোটচাঁদপুর ঝিনাইদহ ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর বেনেপাড়া’র মোঃ আব্দুল মজিদ (৪০) পিতা মৃত আয়নদ্দিন বিশ্বাস এর মাঠের কলা গাছ কাটা নিয়ে গোলযোগের সুত্রপাত। গত (২৯ই-জুলাই) শনিবার বিকাল বেলা আব্দুল মজিদ বাড়ি না থাকায় তার স্ত্রী মোছাঃ কমেলা খাতুন( ৩৫) বাড়ির পার্শ্ববর্তী মাঠ হওয়ায় তরকারি কলা আনতে মাঠে যায়। মাঠে গিয়ে দেখেন উত্তম বাইন ধরন্ত কলাগাছ কাটছে। কলাগাছ কাটা নিয়ে কমেলা’র সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে উত্তম বাইন কমেলা খাতুন কে চড় থাপ্পড় মারে।সংবাদ শুনে কমেলার ছেলে আকিমুল ইসলাম মাঠে গিয়ে তার মাকে কেন মেরেছে জানতে চাইলে উত্তম বাইন ও তার ছেলে উৎপল চড়াও হয়ে আকিমুল কে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। কমেলা খাতুন ঠেকাতে গেলে কমেলা কে মাটিতে ফেলে দিয়ে কিল ঘুষি লাথি মেরে পেটের উপর পাড়াতে থাকে। উত্তম বাইন তার হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দিতে গেলে কমেলা খাতুন হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের কব্জির নিচে কেটে রক্তাক্ত জখম হয়। ততক্ষণে কমেলার স্বামী মোঃ আব্দুল মজিদ বাড়িতে এসে শুনতে পারে মাঠে তার কলা গাছ কেটে তার স্ত্রী ও ছেলে কে মেরে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছে। মজিদ মাঠে উত্তম ও তার ছেলে উৎপল কে জিৎগাসা করলে মজিদ কে পিঠে লাঠি দিয়ে মেরে জখম করে। একই পরিবারের ৩ জন জখম হলে স্থানীয় আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।এবিষয়ে ন্যায় বিচার পেতে ভিকটিম তিন জন কে আসামী করে ঝিনাইদহ বিজ্ঞ জজ আদালতে মামলা দায়ের করেন যাঁর মামলা নম্বর ৫৬৩/২৩ আসামী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করাই উত্তম ক্ষিপ্ত হয়ে গত-রাত মজিদের বাকি কলা গাছ ও তার ভাই আজিজ এর পার্শ্ববর্তী জমির ধরন্ত বেগুন গাছ কেটে সাবাড় করে দিয়েছে। সকালে বেগুন ক্ষেতে গিয়ে বেগুন গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন। সার ঔষধ এর অনেক দাম,বেগুনের সার ঔষধ অনেক বেশি লাগে। অনেক কষ্ট করে ফসল ফলিয়ে এখন বেগুন কেবলই ধরছে,সেই ধরন্ত বেগুন গাছ কেটে সাবাড় করে দিয়েছে আমি আমার পরিবার নিয়ে কি করে চলবো বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন বেগুন গাছ গুলো বুকে জড়িয়ে ধরে। বলেন এই ফসল আমার সন্তানের মত আজ আমার শেষ করে দিয়ে গেল। যে এই ফসল ক্ষতি করতে পারে সে মানুষও খুন করতে পারে। এর ন্যায় বিচার সহ ক্ষতি পূরণ দাবি করেন তিনি। এবিষয়ে যাদের দায়ী করছেন সেই উত্তম বাইন ও তার স্ত্রীর নিকট জানতে চাইলে। উত্তম বাইন বলেন,আমি আমার জমির পাশে মজিদ এর জমি তার কলা গাছ আমার জমির মধ্যে চলে এসেছে তাই আমি কলাগাছের পাতা কেটেছি সেই(২৯ ই-জুলাই) শনিবার গোলযোগের দিন। কিন্তু গতকাল(৭ই-আগষ্ট)সোমবার দিন গত রাতে যে কলাগাছ বেগুন গাছ কাটা’র যে দোষী করা হচ্ছে আমাকে,তা আমি জানিনা না ও আমি বেগুন-কলা গাছ কাটিনি বলে জানান উত্তম বাইন।
Leave a Reply