আশরাফুল আলম, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনাভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আবু তালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসকাবের সাধারন সম্পাদক এসএম এনামুল হক দল প্রেসক্লাবের সহ সভাপতি বিএম শামীম। এ ছাড়াও সাংবাদিক সাইফুল ইসলাম, পলাশ রহমান, কাসেম, আলমগীর হোসেন, শামীম খান জনি, আব্দুল হামিদ, বাবর আলী, হোসাইন আহম্মেদ, ওসমান গণি, রাজেদুল ইসলাম রাজাসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। পরিশেষে প্রেসক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
Leave a Reply