আশরাফুল আলম নিজস্ব প্রতিবেদকঃ
মহেশপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,পরিবারের ¯^াবলম্বীকরণ ও জীবন মান উন্নয়নের লক্ষে আরডিসির সংস্থার উদ্দ্যোগে বিনামূল্যে গরু বিতরণ করা হয়। বুধবার সকালে মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়নে কৃষ্ণচন্দপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় এ গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পেনেল চেয়ারম্যান আসাদুল ইসলাম ,গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ,ইউপি সদস্য মিজানুর রহমান, এমএ আসাদ এবং উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জয় বাবু প্রমুখ। সঞ্চলনায় করেন আরডিসির প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ ওসমান গণি। উল্লেখ্য,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আরডিসি সংস্থার বাস্তবায়নে উপজেলার ফতেপুর ইউনিয়নে ৭ জন দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে এই গরু বিতরণ করা হয়।
Leave a Reply