মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিল গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আওতাধীন মোহাম্মদপুর, বদলকোট ও পরকোট শাখা গ্রাহকদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। গত মঙ্গলবার ১৫আগষ্ট সকাল ১১টায় উপজেলার মোহাম্মদপুর শাখার রেজ্জাকপুর কেন্দ্র সহ চাটখিল এরিয়া অফিসের আওতাধীন ১০টি শাখার গ্রাহকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক নোয়াখালী যোনাল অফিসের অবলোকন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, মোহাম্মদপুর শাখা ব্যবস্থাপক মোঃ উবায়দুল ইসলাম, সেকেন্ড ম্যানাজার ইয়াকুব আলী সহ শাখার সকল কর্মকর্তারা। অপরদিকে দুপুর ১২টায় উপজেলার বদলকোট শাখার গ্রাহকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। চারা বিতরণ ও রোপন করেন গ্রামীন ব্যাংকের চাটখিল এরিয়া প্রোগ্রাম অফিসার খন্দকার মাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী যোনাল অফিসের অবলোকন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বদলকোট শাখায় ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান, সেকেন্ড ম্যানাজার নূরুল ইসলাম সহ শাখার সকল কর্মকর্তারা। অপরদিকে দুপুর ১টায় উপজেলার পরকোট শাখার উদ্যোগে গ্রাহকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। উপস্থিত ছিলেন চাটখিল গ্রামীন ব্যাংকের চাটখিল এরিয়া প্রোগ্রাম অফিসার খন্দকার মাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানাজার মানিক লাল দে, পরকোট শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহামুদ, পরকোট শাখার সেকেন্ড ম্যানাজার জহির উদ্দিন, সিনিয়র অফিসার কমল চন্দ্র দেবনাথ সহ শাখার সকল কর্মকর্তারা। চাটখিল এরিয়া প্রোগ্রাম অফিসার খন্দকার মাজেদুল ইসলাম বলেন, চাটখিল এরিয়া অফিসের আওতাভুক্ত ১০টি শাখার মাধ্যমে ১লক্ষ৪হাজার৭শত ৫৪টি চারা বিতরণ ও রোপন করা হয়েছে। তিনি আরো বলেন দেশের বায়ূ দেশের মাটি করবো মোরা খাঁটি। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশে কয়েক কোটি বনজ ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হবে। নোয়াখালীর যোনাল অফিসের অবলোকন কর্মকর্তা বলেন, গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালী যোনাল অফিসের আওতাধীন গ্রাহকদের মাঝে ৯লক্ষ ৬৯হাজার ঔষধী ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
Leave a Reply