আজিজুর রহমান,যশোর জেলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৯ আগস্ট বিকালে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ১, ২, ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাউল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। সাগরদাঁড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিন মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গাজীর সঞ্চালনায় মেহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ- দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতি এস আর সাঈদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সরদার, যুগ্ম-আহ্বায়ক ওলিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক মাষ্টার জাফর ইকবাল, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম, পৌর আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান ও সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর।
Leave a Reply