লিপি খাতুন কেশবপুর: কেশবপুরে শনিবার আল আমিন মডেল একাডেমির ছাত্রদের ভেতর আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ওই খেলায় পঞ্চম শ্রেণি ৫-০ গোলের ব্যবধানে চতুর্থ শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মুত্তাকিম হাসান। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন শাহরিয়ার হাসান। আল আমিন মডেল একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, আল আমিন মডেল একাডেমির পরিচালক আব্দুল গফুর গাজী, প্রধান শিক্ষকন সুমন দাস, সহকারি প্রধান শিক্ষক সাহা বৈদ্য নাথ প্রমুখ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply