আজিজুর রহমান,(যশোর) জেলা প্রতিনিধি: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামি বশির আহমেদ এখন পলাতক,সে রাজবাড়ী সদর থানার আলাদীপুর গ্রামের হোসেন আলী খানের পুত্র। গত ৫/৬ বছর ধরে কেশবপুর শহরের মৃত মোকাম আলী সরদারের ছেলে ধান , চাউল ব্যবসায়ী ফারুক হোসেনের সহিত ব্যবসা করে আসছিল। ব্যবসা চলাকালীন তার নিকট চার লক্ষ দশ হাজার টাকা পাওনা হয়ে যায় ফারুকের । বিভিন্ন সময়ে টাকার কথা বললে আজ না কাল দিবে তালবাহানা করতে করতে তিন বছর আগে তার নিজ নামীয় রাজবাড়ী সদর শাখার কৃষি ব্যাংকের একটি চেক ফারুক হোসেনকে প্রদান করেন ।। ফারুক হোসেন চেক নিয়ে বিভিন্ন সময় ব্যাংকে গেলে ব্যাংকে কোন টাকা না থাকায় তিনি চেক বাউন্স করে যশোর কোর্টে ফৌজদারি কার্য বিধির ৭৫ ধারায় যশোর যুগ্নু জেলা দায়রা জজ এ একটি মামলা দায়ের করেন। তাকে কয়েক বার উকিল নোটিশ দিলেও বশির আহমেদ কোনদিন কোর্টে হাজির হননি। সেই মোতাবেক মামলা চলতে থাকে গত ০৩-৪ -২০২৩ইং তারিখে বশির আহমেদ কে আদালত দশ মাসের কারাদণ্ড ও ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে একটি রায় ঘোষণা করেন এবং ৩০-৪-২৩ এ বশির আহমেদ কে আটকের জন্য ওয়ারেন্ট জারি করে রাজবাড়ী সদর থানাতে পাঠানো হয়। অথচ চার মাস অতিবাহিত হলেও রাজবাড়ী সদর থানা আসামিকে গ্রেফতার করতে পারিনি । এব্যাপারে সদর থানার ওসি বলেন আসামি বশির আহমেদ কে গ্রেফতার করার চেষ্টা চলছে খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।
Leave a Reply