হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে, বিএনপি -জামায়াত জোট সরকারের আমলে, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মীর মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে শেষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ আগস্ট ) বিকাল ৪ টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মীর মাগফেরাত কামনায় শোক ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আতিক)। সঞ্চালনায় করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (টিপু)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ আলী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান,সহ সভাপতি শংকর পাল সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হাসান,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খান, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম (লেবু) যুগ্ম আহবায়ক নরুল আলম রিপন, বিদুৎ মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, যুগ্ম আহবায়ক উজ্জল পাঠান, শাহ জয়নাল,পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক জামাল উদ্দিন,উপজেলা ছাত্র লীগের আহবায়ক আতাউস সামাদ বাবু, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের দলীয় ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক,যুগ্ম আহ্বায়ক সহ প্রমুখ। এছাড়াও অংশগ্রহণ করেন,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। এসময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। পরে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিবরিয়া চত্বরে এসে সমাপ্তি হয়।
Leave a Reply