লিপি খাতুন,কেশবপুর: কেশবপুর উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বুধবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ত্রুেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্লুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কেশবপুর উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি হিসাবে ক্রেষ্ট গ্রহন করেন বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট সামছুন নাহার।
Leave a Reply