আজিজুর রহমানজেলা(যশোর) প্রতিনিধি: কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম প্রমুখ। অতিথিবৃন্দ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া একই অনুষ্ঠানে ৫০তম গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিমূলক সভাও করা হয়েছে।
Leave a Reply