শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া সেই নিঃস্ব অসহায় মাকে ফিরিয়ে নিয়েছে ছেলে হাবিবুর রহমান। থানা কর্তৃপক্ষের মানবিক পদক্ষেপে ভুল বোঝাবুঝির অবসানে মা হাওয়া বেগম স্বামীর ভিটে-মাটিতে ফিরেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর রুমে মা ও ছেলেকে মুখোমুখি করা হয়। এসময় মায়ের অভিযোগপত্র আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথার একপর্যায়ে মমতাময়ী/স্নেহময়ী মা ছেলের অপরাধ ক্ষমা করে দেন এবং ছেলেও অতীতের পারিবারিক ভুলের জন্য ক্ষমা চেয়ে মাকে পরিবারে ফিরিয়ে নিতে অঙ্গীকারনাম দেন। এর আগে গত ৬ জুলাই নিঃস্ব মাকে বাড়ি থেকে গলাধাক্কা দিয়ে বের করার ঘটনায় সম্প্রতি অসহায় মা থানায় অভিযোগ দিলে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ করে। বিষয়টি নবাগত ওসির নজরে আসলে তিনি এএসআই সাইফুলকে দায়িত্ব দিলে ছেলে হাবিবুর রহমানকে থানায় আনা হয়। হাবিবুর রহমান উপজেলার রাখালবুরুজ ইউপির পানিয়া গ্রামের মৃত মোজাহারুল ইসলামের চার ছেলেদের মধ্যে সবার ছোট। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, বিধবা মায়ের অভিযোগে ছেলে হাবিবুরকে আজ থানায় আনা হয়। সেখানে উভয়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তাদের বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply