শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দ্বারপ্রান্তে। এ উপলক্ষে ৩২- গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ডাঃ মোঃ শাহজাহান সরকার ইতিমধ্যে এলাকায় কাজ করছেন। ডাঃ শাহজাহান সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান। তার বাবার নাম মৃত ময়েজ উদ্দিন সরকার, মাতা মৃত সালেহা বেগম। ছাত্র জীবন থেকে শাহজাহান সরকার ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত। চাকরি জীবনে দলের প্রতিটি কর্মসূচি পালনে ভুমিকা ছিল অগ্রগামী । কর্মময় জীবনঃ ছাত্র জীবন রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস শেষ করে শাহজাহান আলী বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৩ সালে সরকারি মেডিকেলে চিকিৎসক হিসেবে যোগদান করে ২০১৫ সাল পর্যন্ত সুনামের সাথে কাজ করে চাকরি জীবন শেষ করেন। চাকরি জীবনে চিকিৎসক পেশার পাশাপাশি এলাকার আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে কাজ করেন ও সাহায্য সহযোগিতা করেন নিরলসভাবে। আওয়ামী পন্থী চিকিৎসক হওয়ায় চাকরীকালীন সময়ে বিএনপি সরকারের বিভিন্ন সময় শাস্তিমুলক বদলী, দুর্গম এলাকায় পোষ্টিং সহ অন্যায় বিভাগীয় মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। ডাঃ শাহজাহান সরকার স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসাবে ২০১৫ সালের অক্টোবরে অবসর গ্রহন করেন। অবসরের পর তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং এখনো করে যাচ্ছেন। তিনি চাকরি কালীন সময়ে দীর্ঘদিন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বি, এম, এ) গাইবান্ধা জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ড ঃ ১৯৭০ সালে বাংলাদেশ ছাত্রলীগ তালুককানুপুর ইউনিয়ন শাখার সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ তালুককানুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ কলেজ শাখার সদস্য ও ১৯৭৫-৭৬ সালে গোবিন্দগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য হন। ১৯৭৭-৭৯ সালের দিকে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সদস্য ও পরে ১৯৭৯-৮৩ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম উত্তোলন করেন ও পুরন করে জমা দেন। সেবার মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে কঠোর পরিশ্রম করেন। এদিকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ডাঃ শাহজাহান সরকার সাংবাদিকদের জানান, আমি আওয়ামীলীগ কে সুসংগঠিত করতে এলাকায় ব্যপক কাজ করছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগ মনোনীত এমপি পদে একজন মনোনয়ন প্রত্যাশী। আশা করি আওয়ামী লীগের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় মনোনয়ন বোর্ড আমাকে সর্ববিষয়ে বিবেচনা করে দলীয় মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ।। তিনি আওয়ামীলীগ সহ অত্র আসনের জনগণের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply