খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রায়ত রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,তখন দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। দীর্ঘ ৩৩বছর ধরে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছে । তখন দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে মানুষ নাভিশ্বাস হতে হচ্ছে।খুন,চুরি,ডাকাতি,ছিনতাই বেড়ে গেছে। আজ দেশের মানুষ ভালো নেই। তাই দেশের উন্নয়ন,এলাকার উন্নয়ন চাইলে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনকে পুন: উদ্ধার করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ৩ ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,যুগ্ম: আহবায়ক আব্দুল গনি সরকার,জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন: আহবায়ক ও ঢাকা দক্ষিনের সদস্য সচিব মইন উদ্দিন মন্ডল খোকা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন: আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ন: আহবায়ক আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পাটির সদস্য একেএম আতিকুর রহমান আতিক,শাখাহার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েল, জাতীয় পার্টি হরিরামপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ডা:খোরশেদ,ফুলবাড়ী জাতীয় পাটির সভাপতি ফারুক আহম্মেদ সাজু, উপজেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা সাইফুল ইসলাম,নাকাই ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলুল করিম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, রাজাহার ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলতাফ হোসেন বমবুসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply