কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর গ্রাম থেকে রাতের আধারে ড্রাগন ফল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ১লা সেপ্টেম্বর শুক্রবার রাত্রে। বাগানের মালিক মোছা করিম (৪৬) বলেন, আজ শনিবার সকাল ৮টার সময় ড্রাগন ফল বিক্রি করার জন্য জমিতে আক্কাস ব্যাপারি কে সাথে নিয়ে গিয়েছিলাম ড্রাগন বাগানে, জমিতে পৌঁছে দেখি আমার ড্রাগন গাছগুলো এলোমেলো অবস্থায় আছে গাছের নিচে কিছু ড্রাগল ফল পড়ে আছে। এ ঘটনা দেখে নিশ্চিত হলাম আমার ড্রাগন চুরি হয়ে গেছে। বাগানের ভিতরে ভালো করে লক্ষ্য করে দেখি গাছ গুলো থেকে এমন ভাবে ড্রাগন ছিড়েছে যে গাছ গুলো ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।
মোছা করিম, পিতাঃ ডাক্তার লুৎফর রহমান, গ্রাম বলুহর উজ্জ্বল পাড়া, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তিনি আরো জানান, আমার ড্রাগন বাগানটি বাড়ির কাছে অবস্তিত এখানে ৯শতক জমিতে ৭৫০ টি ড্রাগন গাছ লাগাই এখান থেকে আমার পাঁকা ড্রাগন ফল ৫০০ পিচ চুরি হয়ে গেছে। বর্তমানে বাজার মুল্য ৪০ হাজার টাকা। আমার সেজো ভাই আব্দুল আলিম তারও দেড় বিঘা জমিতে ড্রাগন আছে সেখান থেকেও ড্রাগন চুরি হয়েছে। এরা ৩ জন মালিক ভাগে ড্রাগন চাষ করে। তারা হলেন, আব্দুল আলিম, মাসুদ, শিমুল। এদের ড্রাগন গত দুই সপ্তাহ আগে চুরি হয়েছে। আমি একজন গরীব মানুষ খুব কষ্ট করে অল্প জমিতে ড্রাগন চাষ করেছি এখন খুবই অর্থ কষ্টে আছি আর এ সময় আমার ড্রাগন চুরি হয়ে গেল। আমি পুলিশ প্রশাসন এর কাছে আকুল আবেদন এই চোরদের কে ধরে দ্রুত আইনের আওতায় এনে ব্যাবস্থা গ্রহন করুন। তা না হলে অনেক মানুষ সর্বশান্ত হয়ে পড়বে।
Leave a Reply