গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত ও মৃত ১২ কুলি শ্রমিকদের পরিবারকে এককালীন ভাতা এর জমানো নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা হাট-বাজারের ধানহাটিস্থ নিজস্ব কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মুকিতুর রহমান রাফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ছাদেক, সংগঠনের প্রধান উপদেষ্টা বালাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা প্রমূখ। উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষে মৃত্যুবরণকারী ৭ এবং অবসর নেওয়া ৫ ব্যক্তি সহ মোট ১২ জনকে এককালীন ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। এসময় টাকা গ্রহণকারীদের পক্ষে অবসরপ্রাপ্ত ব্যক্তি ও মৃতদের পরিবারের উপস্থিত সদস্যরা শুকরিয়া আদায় করে বক্তব্য দেন।
Leave a Reply