আজিজুর রহমান,কেশবপুর(যশোর)প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শওকত আরা আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদিক সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান,যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড আবু বকর সিদ্দিক,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাংবাদিক দিলিপ মোদক,সাংবাদিক আজিজুর রহমান, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল,প্রচার সম্পাদক আজিজুর রহমান সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দরা ও শিক্ষার্থীরা। ৪১তম বিসিএস সুপারিশপ্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম বিসিএস সাধারণ শিক্ষা (প্রভাষকঃ গনিত), বিল্লাল হোসেন বিসিএস সাধারণ শিক্ষা (প্রভাষকঃপদার্থ বিজ্ঞান), শরীফুজ্জামান বিসিএস সাধারণ শিক্ষা (প্রভাষকঃইংরেজী), সুকাস্ত কুন্ডু বিসিএস প্রশাসন,জিনাত সুলতানা বিসিএস প্রশাসন।
Leave a Reply