আজিজুর রহমান,কেশবপুর(যশোর) কেশবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর পৌর ও সদর ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে মঙ্গল শোভাযাত্রাটি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়। আলোচনা সভায় সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মূখার্জীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে,কেশবপুর নিউজ ক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক,সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাধব বর্মন, প্রচার সম্পাদক তন্ময় মিত্র বাপী, পৌর শাখার সভাপতি পলাশ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক বুলু সাহাসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।এদিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্দেশক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে ও ১ পৌরসভায় শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালন করেন।
Leave a Reply