1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ! শিক্ষকসহ আহত-১০
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ কর্মী নিয়োগ চলছে
দৈনিক আগামীর দর্পণে,দেশের প্রতিটি জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে পুরুষ মহিলা সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান, ০১৭৪৯-৫২৫৫৫০ agamirdarpon@gmail.com
শিরোনাম :
ধামইরহাটে চুরি হওয়া গরু চোর সহ উদ্ধার করে পুলিশ মোবারকগঞ্জ সুগার মিলে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিক-ও কর্মচারীরা চুক্তি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন। ধামইরহাটে মারামারি ও বিস্ফোরণ মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ ঝিনাইদহের শৈলকুপায় ৫তম মৃত্যু বার্ষিকী পালিত ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ কেশবপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সিরাত মাহফিলে ঝিনাইদহ – ৪ আসনের জামায়াতে আমিরের ঐক্যের ডাক কালীগঞ্জে ডাঃ কামরুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল ও নাহার ডায়াগনষ্টিক সেন্টারের যাত্রা শুরু হিলিতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ কালীগন্জ উপজেলা ছাত্রলীগের নেতা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভুমিমন্ত্রী বিজিবির হাতে আটক

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ! শিক্ষকসহ আহত-১০

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১ জন শিক্ষকসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ছাত্রকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত শিক্ষক আক্তারুজ্জামান মধুসহ ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ হামলার ঘটনায় চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার পক্ষ থেকে চিংড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে বলে মাদ্রাসার অধ্যক্ষ জানান। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসাকে পরাজিত করে। মাদ্রাসার ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন,তারা ষড়যন্ত্র করে আমাদেরকে পরাজিত করলে কথাকাটি শুরু হয়। চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন এ প্রতিনিধিকে জানান,খেলা শেষে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলো। ইতিমধ্যে রাস্তার মাঝে আসার পরে গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবদ্ধ ভাবে এসে কোনকিছু বুঝে ওঠার আগেই মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করে। এসময়ে ছাত্রদের সাথে থাকা মাদ্রাসার শিক্ষক আক্তারুজ্জামান মধু তাদেরকে বাঁধা দিতে গেলে তাঁর উপর হামলা করে আহত করসহ মাদ্রাসার ৩ জন ছাত্রের উপর হামলা করে।তাদের হামলায় শিক্ষকসহ ৪ জন আহত হন। আহতরা হলেন, চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার ছাত্র ধর্মপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাসান (১৬), বিষ্ণুপুর গ্রামের মুহিদুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৪) গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র চিংড়া গ্রামের আসাদুল্লাহর ছেলে শান্ত(নয়ন)১৭), আকাশ(১৫),সোহেল(১৭),রানা(১৬),শাহরুখ(১৫),সোলেমান (১৭) ইমরান(১৪) শামীম(১৫) আহত হন। হামলার ঘটনায় চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার পক্ষ থেকে চিংড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে বলে মাদ্রাসার অধ্যক্ষ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST