আজিজুর রহমান,কেশবপুর(যশোর) কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হয়েছেন। কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বেশ কিছু দিন যাবত জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের জ্বর নিরময় না হওয়ায় বরিবার ১০ সেপ্টেম্বর কেশবপুরে তাঁর ডেঙ্গু পরীক্ষা করে তার রিপোর্টে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানাগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেললে ভর্তি করা হয়েছে বলে তাঁর পরিবার সুত্রে জানা গেছে। তাঁর ডেঙ্গু রোগের সুস্থতা কামনা করেছেন কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোশদ আলী, যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কে এম ফিরোজ সুলতানা সবুজ।
Leave a Reply