শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে বসত বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর, মারপিট, শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগসূত্রে জানা যায় মোঃ আব্দুল গোফ্ফার তার নিজ বসতবাড়ি পুনঃনির্মাণের কাজ করার জন্য বিশ্বরোড সংলগ্ন সরকারী ফাঁকা জায়গায় আসবাবপত্র, দরজা, জানালাসহ ব্যবসায়িক মালামাল রাখিয়া বাহিরে গেলে সুযোগ বুঝিয়া বিবাদীপক্ষ লুটপাট ও ভাংচুর করা জন্য হামলা চালায়। বাড়ি মালিকের স্ত্রী মমেনা খাতুন বাঁধা প্রদান করিলে বিবাদীরা তাকেও হত্যার উদ্দেশ্যে মারপিট ও শ্লীলতাহানি ঘটায় এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। অভিযোগসূত্রে জানা যায়, একই এলাকার সোহরাব হোসেন, শরীফ মিয়া, সরফরাজ, জেসমিনসহ অজ্ঞাতনামীয় একদল দাঙ্গাবাজ লোক সুযোগ বুঝিয়া লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো ছোড়াসহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। অভিযোগকারীকে একা পেয়ে বিবাদীগণ লাঠিসোঁটা নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। প্রাণরক্ষার জন্য চিৎকার করলে আশেরপাশের লোকজন ও পথচারী এগিয়ে এসে রক্ষা করে। হামলাকারীরা চলে যাওয়ার সময় আবার কখনও একা পাইলে আক্রমণ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত ঘটনার মোবাইল ভিডিও ফুটেজ ও ছবি সংরক্ষিত আছে।
Leave a Reply